প্রকাশিত: Sun, Feb 12, 2023 2:41 PM
আপডেট: Sun, Dec 7, 2025 1:55 PM

ভাষাবিদ ও খ্যাতনামা মনীষী আহমদ শরীফের জন্মদিন, তাঁর লিখিত গ্রন্থের সংখ্যা শতাধিক

মারুফ হাসান : [১] আহমদ শরীফ একজন বাংলাদেশী ভাষাবিদ, খ্যাতনামা মনীষী এবং বিংশ শতাব্দীর শেষভাগে আবির্ভূত বাংলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিমণ্ডলের অন্যতম ব্যাক্তিত্ব। তিনি কলেজ অধ্যাপনার (১৯৪৫-৪৯) মধ্য দিয়ে পেশাগত জীবন শুরু করেন। পরবর্তী সময়ে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অধ্যাপনা করেছেন। [২] আহমদ শরীফ ১৯২১ সালের ১৩ ফেব্রুয়ারি চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার জন্মগ্রহণ করেন। তাঁর পিতার আব্দুল আজিজ ছিলেন চট্টগ্রামের প্রধানতম শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম সরকারি কলেজিয়েট স্কুলের একজন করণিক ও মাতা মিরাজ খাতুন। [৩] আহমদ শরীফ ১৯৩৮ সালে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় হতে প্রথম বিভাগে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন। তিনি ১৯৪০ সালে ইন্টারমিডিয়েট এবং ১৯৪২ সালে চট্টগ্রাম কলেজ হতে কৃতিত্বের সঙ্গে স্নাতক পাস করেন। 

পরবর্তীতে ১৯৪৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে ২য় বিভাগে ৪র্থ স্থান অধিকার করে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি এবং ১৯৬৭ সালে সৈয়দ সুলতান তাঁর গ্রন্থাবলী ও তাঁর যুগ শীর্ষক অভিসন্দর্ভের জন্য পিএইচডি ডিগ্রি লাভ করেন। [৪] আহমদ শরীফ বড় হয়ে উঠেছিলেন আবদুল করিম সাহিত্যবিশারদের দুর্লভ অমূল্য পুঁথির ভাণ্ডার ও সাময়িক পত্রপত্রিকার সম্ভারের মধ্যে। তাঁর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় তিনি ব্যয় করেছেন মধ্যযুগের সাহিত্য ও সামাজিক ইতিহাস রচনার জন্য। তাঁর লিখিত গ্রন্থের সংখ্যা শতাধিক। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থতালিকায় রয়েছে- ‘বিচিত চিন্তা’, ‘স্বদেশ চিন্তা’, ‘কালিক ভাবনা’, ‘যুগ যন্ত্রণা’, ‘বিশ শতকের বাঙালি’ ‘স্বদেশ অন্বেষা’, ‘মধ্যযুগের সাহিত্য সমাজ’ ও ‘সংস্কৃতির রূপ’। তিনি ২৪ ফেব্রুয়ারি ১৯৯৯ সালে মারা যান।